Pallabi Mazedul Islam Model High School
Pallabi, Dhaka - 1216.
EIIN: 108183,   Institute Code: 1336

-->
History

History of Our Institute

ঢাকা মহানগরীর অন্যতম জনবহুল আবাসভূমি পল্লবী একটি সুপরিকল্পিত অভিজাত এলাকা। বন্যামুক্ত আবাসিক এলাকা হিসাবে পল্লবী রাজধানী ঢাকার সর্বাপেক্ষা সুবিধাপ্রাপ্ত এলাকাগুলোর অন্যতম। সমাজের রুচিশীল, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত বিপুল সংখ্যক মানুষ পল্লবীতে বাস করছেন।  অত্র এলাকায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান থাকবে এটা সবার প্রত্যাশা। তৎকালীন পুলিশের এআইজি বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল করিম  এবং ঢাকা—১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্র পিতা মরহুম হারুনুর রশিদ মোল্লাহ্ এম.পি মহতী উদ্যোগ গ্রহণ করে ১৯৭৮ সালে পল্লবী মডেল জুনিয়র স্কুল প্রতিষ্ঠা করেন।  এ বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁরা অমূল্য অবদান রেখেছেন, তাদের মধ্যে সর্ব জনাব ইসমাইল সরকার, গোলাম মহিউদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী, এম.এ.বাশার, এরশাদ উল্লাহ, আহমদ আলী সরদার, আব্দুল আহাদ, জামশেদ আলী, আঃ রাজ্জাক প্রমুখ। 
 

১৯৭৯ সালে বিদ্যালয়টি জুনিয়র পর্যায় থেকে পল্লবী মডেল হাই স্কুল নামে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে পরিণত হয় এবং সরকারি স্বীকৃতি লাভ করে। পরবর্তীকালে দেশের শীর্ষ স্থানীয় শিল্পপতি, শিক্ষানুরাগী ও মহৎপ্রাণ ব্যক্তিত্ব ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর তৎকালীন চেয়ারম্যান মরহুম জহুরুল ইসলাম বিদ্যালয়ের জন্য জমি ও অর্থ দান করে প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান।

১৯৮৬ সালে তাঁর কনিষ্ঠ ভ্রাতা মরহুম মাজেদুল ইসলামের নামে বিদ্যালয়ের পুণঃ নামকরণ করা হয় পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল।
বর্তমানে ঢাকা—১৬ আসনের মাননীয় এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্র নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন হচ্ছে। নাভানা গ্রুপের চেয়ারম্যান জনাব সফিউল ইসলাম কামাল সহযোগিতার হাত বাড়িয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করে দিয়েছেন। মাননীয় এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক—কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টির মহৎ উদ্দেশ্য সাধনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং একটি স্বতন্ত্র আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে— এটা আমাদের বিশ্বাস। 

প্রতিটি বিদ্যালয়ের সাধারণ লক্ষ্যই হচ্ছে বিদ্যা বিতরণ। মানব শিশুকে আদর্শ ও পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য ধাপে ধাপে নানাবিধ গুণ ও দক্ষতা অর্জন করতে হয়। জ্ঞান ও নৈতিকার বলে বলিয়ান একজন মানুষই পারে স্বীয় মেধা ও দক্ষতা প্রয়োগে কল্যাণকর অবদান রাখতে। শিক্ষা জীবনের একটি বিশেষ ধাপে বিদ্যালয় শিক্ষার্থীকে বৃহত্তর শিক্ষা ও যোগ্যতা অর্জনের জন্য প্রস্তুত করে থাকে। পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল মানব শিশুর শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায়  থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত পরিচর্চা করে থাকে।
আমরা বিশ্বাস করি, শিক্ষাই মানুষকে মানবিক গুণাবলীতে বিকশিত করে পূর্ণতা প্রাপ্তিতে সাহায্য করে। অন্য কথায়, একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন মানেই হচ্ছে মানুষ হবার সাধনায় নিবেদিত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং ‘মনুষ্যত্ব’ অর্জনের সাধনায় আমাদের বিদ্যালয়ের লক্ষ্যসমূহ সংক্ষেপে তুলে ধরছিঃ

    >>    শিশুকে পঠন—লিখনে দক্ষ করার মধ্য দিয়ে বিষয়ভিত্তিক জ্ঞান অধ্যয়ন, ধারণ ও প্রয়োগ করার ক্ষমতা লাভে সহায়তা করা।

    >>    বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের বাইরেও শিশু—কিশোরের মেধা—মননের বিকাশ ঘটিয়ে সমাজ তথা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক অবদান রাখার জন্য যোগ্য করে তোলা।

    >>   বিদ্যালয়ের শৃঙ্খলা ও নিয়ম—কানুন পালনের যথাযথ চর্চার মাধ্যমে শিশু কিশোরের জীবনকে সামাজিক ও রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার প্রতি অনুগত হতে সহায়তা করা।

    >>    নিয়মিত সমাবেশ, খেলাধূলা, বিতর্ক—চর্চা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মপ্রক্রিয়া, স্কাউটস, গার্লগাইড অর্থাৎ সহপাঠক্রমিক কর্মসূচী জোরদার করা। 

    >>    দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।

    >>    মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাধারণ, লালন, অনুশীলন ও চর্চা অব্যাহত রাখাসহ এ বিষয়ক কর্মকান্ড জোরদার করা।

    >>    নৈতিক শিক্ষাসহ আদর্শ নাগরিক  হিসেবে গড়ে তোলা।

    >>    ছাত্র—শিক্ষক—অভিভাবক সেতুবন্ধন তৈরি করা।